লক্ষ্মীপুরে বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০১৮ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নতুন বহুতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

বিদ্যালয় সূত্র জানায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যায়ে ৬ তলা বিশিষ্ট এ ভবন নির্মান করা হবে। এর ভিত্তি প্রস্থর স্থাপনকালে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল মালেক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মমতাজুল হক ও উপ-সহকারী প্রকৌশলী দয়াল চন্দ্র চাকমা প্রমূখ।

প্রসঙ্গত, এ কে সালাহ উদ্দিন টিপু কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন