লক্ষ্মীপুরে বণিক সমিতির ঋণ পরিশোধ না করলে ব্যবস্থা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২:০০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর বণিক সমিতির আমানত থেকে ঋণ নেওয়া সদস্যরা মার্চ মাসের ১ তারিখের মধ্যে তা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতির সভাপতি টিপু।


এর আগে সোমবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিজ্ঞপ্তি পোষ্ট করেন। এতে বলা হয়েছে, বণিক সমিতির আমানত থেকে যে সব সদস্য ঋণ গ্রহন করে পরিষদ করেননি। নোটিশ দেয়ার পরেও আপনারা বার বার সময় নিয়ে সমিতির সাথে প্রতারণা করে আসছেন। আগামী ১৫ দিনের মধ্যে বণিক সমিতির টাকা পরিশোধ না করলে আইনী ব্যবস্থা নিবো।


জানতে চাইলে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু বলেন, একাধিক সদস্য সমিতি থেকে টাকা নিয়ে তা পরিশোধ করছেনা। তারা সমিতির নিয়ম নীতি মানছে না। এজন্য নিদিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন