লক্ষ্মীপুরে ফুটবল টুর্নামেন্ট: শিরোপা জিতল বাসু বাজার ক্লাব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে হাজী ফরিদ উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভীড় হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা হয়। অংশগ্রহণকারী দু’দলই দুটি করে গোল দিয়ে ম্যাচ ড্র করেছে। পরে ট্রাইবেকারে খন্দকার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাসু বাজার স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ী, রানার্সআপ দল ও খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল বক্তব্য দেন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী রিগ্যান, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহছানুল কবির রিপন, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু ও লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের স্বপন প্রমুখ।

বক্তারা বলেন, পড়ালেখার পরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা খেলাধুলার প্রতি বেশি অনুপ্রেরণা দিচ্ছেন। খেলার জগতেই পারে শিশু-কিশোরদের খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখতে। প্রতিটি এলাকায় ছোট-বড় টুর্নামেন্টের আয়োজন করে খেলাধুলার প্রতি শিশু কিশোরদের উৎসাহিত করতে হবে।

আয়োজকরা জানায়, মুজিববর্ষ উপলক্ষে এডভোকেট জসিম উদ্দিনের উদ্যোগে ফরিদ উদ্দিন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। গত ১৬ নভেম্বর টুর্নামন্টের উদ্বোধন হয়। এ টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করে। শুক্রবার (৮ জানুয়ারি) ফাইনাল ম্যাচে বিজয়ী দলকে মোটরসাইকেল ও রানার্সআপ দলকে ফ্রিজ উপহার দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন