ফুটবল টুর্নামেন্ট: ফাইনালে দর্শকদের উপচে পড়া ভীড়

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে হাজী ফরিদ উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দর্শকদের উপচে পড়া ভীড় হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্ছ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিনের সভাপতিত্বে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব লীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদিন রিগ্যান, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহছানুল কবির রিপন, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু ও লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের স্বপন প্রমুখ। অতিথিরাসহ বিপুল সংখ্যক দর্শক ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

ফাইনাল ম্যাচে বাসু বাজার ক্রীড়া সংঘ ও কালি বাজার৷ ক্রীড়া সংঘ অংশগ্রহণ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দলই দুটি করে গোল দিয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন