লক্ষ্মীপুরে ডাকাতির পর বসতঘরে অগ্নিসংযোগ

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ৪:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ডাকাতির পর বসতঘরে অগ্নিসংযোগে বাধা দিলে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার কুশাখালীর সমিতি বাজার এলাকার হানিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত হুমায়ুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে ডাকাতরা ওই বাড়ির নির্মাণ শ্রমিক মহতাসিনের স্ত্রীর স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আবুল কালাম আজাদ নামে একজনকে আটক করেছে বলে জানায় স্থানীয়রা। তবে এ ঘটনা জানতে দাসের হাট পুলিশ ফাঁড়িতে রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কল দিলেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার সমিতির বাজার এলাকায় গভীর রাতে ১০-১২ জনের ডাকাত দল তাদের ঘরে ঢুকে। এসময় ঘরে থাকা স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয় ডাকাতরা। একপর্যায়ে ডাকাতদল তাদের ঘরে অগ্নিসংযোগের চেষ্টা করলে মহতাসিনের ছেলে হুমায়ুনে তাদেরকে বাধা দেয়। ক্ষীপ্ত হয়ে ডাকাত দল হুমায়ুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত ও বসতঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে হুমায়ুনের মাথায় জখম হয়।

মহতাসিন বলেন, ডাকাত দলের কয়েকজনকে আমরা চিনতে পেরেছি। তাদের মধ্যে আবুল কালাম আজাদ, তার ছেলে মো. রাশেদ, নুর হোসেন (বেচ্ছু), হেঞ্জু মিয়া, মহিউদ্দিন পাশ^বর্তী কাঠালি গ্রামের বাসিন্দা। তাদের সাথে আমাদের পূর্ব বিরোধ ছিল। যার কারণে লোকজন নিয়ে তারা এ ঘটনা ঘটায়।

চন্দ্রগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সরোয়ার তালুকদার বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন