লক্ষ্মীপুরে কাঙ্খিত বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ মে, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ

দীর্ঘদিন অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত থাকার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে লক্ষ্মীপুরে। গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম, অতিষ্ঠ জনজীবন, ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সকলের প্রার্থনা বৃষ্টি কখন হবে। কারণ বৃষ্টি হলে যে গরম কিছুটা কমবে। শান্তি আসবে জনজীবনে।

 

বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ভারী ও মাঝারি ধরণের বৃষ্টিতে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরে। এদিনের বৃষ্টিতে কিছুটা সতেজ হয়ে উঠেছে গাছ-গাছালি ও ফসলি জমি। কোথায় থেকে যেন জনজীবনে শান্তি মিলল।

এদিকে দীর্ঘ কয়েকমাস অনাবৃষ্টির কারণে এ জেলার প্রায় সব পুকুর, খাল বিল শুকিয়ে গেছে, কৃষি জমিতে মৌসুমী ফসল উৎপাদন ব্যাহত হয় বলে জানান এলাকাবাসী। অতিরিক্ত তাপমাত্রায় শিশুসহ সব বয়সী শত শত মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন রোগাক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়েন।
এর আগে বৃষ্টির জন্য জেলার বিভিন্ন এলাকায় নামাজ, কোরানখানি, দোয়া ও মোনাজাত করা হয়।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন