ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আছি : মাহমুদউল্লাহ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ মে, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ

২০১৫ বিশ্বকাপে ২ সেঞ্চুরিতে নিজেকে অন্যভাবে মেলে ধরেছিলেন মাহমুদউল্লাহ। তার সেঞ্চুরিতে ভর করেই ইংল্যান্ডকে হারিয়ে সেবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ দল। ২০১৫ বিশ্বকাপে এমন পারফরমেন্সের পেছনে ছিল ফিটনেস।

সেবার বিশ্বকাপকে সামনে রেখে শরীরের ওজন কমিয়েছিলেন ১০ কেজির মতো। লক ডাউনের মধ্যে ক্রিকেট যখন স্থবির, তখন ফিটনেস নিয়ে প্রচুর কাজ করেছেন মাহমুদউল্লাহ। ঘরে রানিং,হালকা জিম করেছেন।

নিজের ফেসবুক ওয়ালে সেই ভিডিও পোষ্ট করেছেন মাহমুদউল্লাহ। পিঠের ব্যাথায় দীর্ঘদিন ধরে ভুগেছেন। সেই ইনজুরি কাটিয়ে নিজেকে ফিরে পেতে ফিটনেস নিয়ে করেছেন প্রচুর কাজ। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে সবার আগে অনুশীলন শুরু করেছেন মাহমুদউল্লাহ।

শরীরের ওজন এতোই কমিয়েছেন,যা দূর থেকেও স্পষ্ঠ দেখতে পাবেন যে কেউ। মাঠে তার সুফল পাচ্ছেন বলে জানিয়েছেন-‘আলহামদুলিল্লাহ! মনে হয় যে ক্যারিয়ারের সেরা ফিটনেস লেভেলে আমি আছি। এটা নিয়ে গত দুই তিন বছর ধরে আমি কাজ করছি। ফিট থাকার চেষ্টা করছি, রানিং হোক, জিম হোক, এক্সট্রা রানিং, এক্সট্রা জিম… ব্যালেন্সিং কাজ আমার অনেক বেশি করা লাগে, মেনটেনেন্স কাজ করা লাগে। তো এই জিনিসগুলো আমি করার চেষ্ট করি। চেষ্টা করি যেন ফিটনেসটা ভাল থাকে।’

ম্যাচ এবং সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে সিরিয়াস থাকেন মাহমুদউল্লাহ। তা জানিয়েছেন এই মিডল অর্ডার-‘ম্যাচ প্রিপারেশনটা গুরুত্বপূর্ণ যেটা আমি সব সময় ফিল করি যে শুধু ম্যাচের দিন না ম্যাচেরেআগের দিন থেকে ওটা শুরু হওয়া উচিত। এবং আমরা সবাই জিনিসের গুরুত্বটা বুঝি এবং চেষ্টা করি ওভাবে প্রস্তুতি নেওয়ার। আমার দিক থেকে আমি চেষ্টা করি যে আমার প্রস্তুতিটা যন আমি সঠিকভাবে নিতে পারি স্পেশালি বিফোর দ্য গেম।’

এই সিরিজে প্রথম ম্যাচে ৫৪, দ্বিতীয় ম্যাচে ৪১। প্রথম ম্যাচে ফিফটির ইনিংসে স্ট্রাইক রেটটা ছিল না প্রত্যাশিত। দ্বিতীয় ম্যাচে ফিফটির সম্ভাবনা জাগিয়ে হাতছাড়া করেছেন তা। সিরিজের শেষ ম্যাচে নিজের সেরা ব্যাটিংয়ের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ-‘উইকেট ভাল ভাল হচ্ছে। আমার মনে হয় ব্যাটিংটা ভাল হওয়া উচিত। এবং যেটা প্রথম বললাম আমাদের সেরা আউটপুট এখনো দিতে পারিনি। হোপ কালকের ম্যাচে করতে পারব।’

দীর্ঘদিন পর বোলিংয়ে ফিরেছেন। সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজ ল্যান্ডিংয়ের সময় পড়ে গেলে সেই ওভারের শেষ বলটি করেছেন মাহমুদউল্লাহ। দলের প্রয়োজনে করবেন বোলিং। এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ-‘আলহামদুলিল্লাহ আমি বোলিংয়ে ফিরেছি। এখন যখনই দলের প্রয়োজন পড়বে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন