লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত প্রথম বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ১০:১৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুলতান পাটোয়ারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর নিজের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনা শনাক্তের পর তিনিই প্রথম রোগী হিসেবে মারা যান।

তিনি জেলার রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নারায়নপুর সমিতির বাজার সংলগ্ন আনার বাড়ির বাসিন্দা।

গত সপ্তাহ থেকে করোনায় আক্রান্ত হয়ে ঘরেই চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ীতে তিনি মারা যান।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হলো।এরমধ্যে নয়জনের মৃত্যুর পর করেরানা শনাক্ত হয়।

গত (৯ জুন) সুলতান পাটোয়ারীর নমুনা সংগ্রহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানান, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্থানীয়রা জানায়, সুলতান পাটোয়ারী দীর্ঘদিন থেকে ডায়াবেটিস এবং কিডনি রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে জ্বর এবং শ্বাসকষ্ট দেখা দিলে রামগঞ্জ সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দিলে তার করোনা পজেটিভ আসে। পরিবর্তীতে তিনি নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, করোনায় আক্রান্ত হয়ে সুলতান পাটোয়ারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন