লক্ষ্মীপুরে করোনায় একদিনে ১৩ জন শনাক্ত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ মে, ২০২০ ১১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৩ জন।এনিয়ে রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রায়পুর উপজেলার। সেখানে নতুন শনাক্তকৃত রোগীর সংখ্যা ১২ জন। বাকী একজন রামগতি উপজেলার বাসিন্দা। রায়পুরে এর আগে আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এনিয়ে উপজেলাতে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৬ জন।

 

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

কার্যালয় সূত্র জানায়, একদিনে জেলাতে করোনা সন্দেহে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে জেলাতে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৬৩ জন। নতুন শনাক্তকৃত রোগীসহ মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে।

 

এদিকে জেলাতে ২১ জন করোনারোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে সর্বশেষ বুধবার সুস্থ হয়েছে ছয়জন। আর একজন শনাক্ত হওয়ার আগেই মারা যান এবং তিনজন রোগী ঢাকাতে শনাক্ত হওয়ার পর লক্ষ্মীপুরে আসে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন