লক্ষ্মীপুরে এসএসসি ও সমমানে ২১ হাজার পরীক্ষার্থী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০১৮ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ২১ হাজার ৬শ ১৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জেলায় ১৯টি কেন্দ্রে ১৪ হাজার ৮২৬, দাখিল ১১টি কেন্দ্রে ৬ হাজার ১০৬ এবং ভোকেশনাল ৬টি কেন্দ্রে ৬৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। এসমব পরীক্ষা কেন্দ্রে অপ্রত্যাশিত কোন রকম ঘটনা দেখা যায়নি।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সকাল ১১টার লক্ষ্মীপুর আদর্শ সামাদ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.নুরুজ্জামান আলীয়া মাদ্রাসার কেন্দ্র পরিদর্শন করেন।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল গণমাধ্যমকর্মীদের জানান,জেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকল এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন