লক্ষ্মীপুরে একদিনে ২৪ জনের করোনায় শনাক্ত, মোট ২২০

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ মে, ২০২০ ৫:০৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে একশ’ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২১ জনই জেলার সদর উপজেলার। বাকী দুইজন রামগতি এবং একজন রায়পুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলাতে শনাক্তকৃত রোগীর সংখ্যা ২২০ জন। রবিবার (৩১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।

 

জেলার সদর উপজেলার নতুন করে যে ২১ জন শনাক্ত হয়েছে তাদের মধ্যে পৌর এলাকার ৯ জন এবং মান্দারী ইউনিয়নের ১০ জন।

 

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের একশ’টি নমুনা পরীক্ষা করা হলে ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ সময় সুস্থ হয়েছেন দু’জন। এদের একজন সদর এবং আরেকজন রামগতির বাসিন্দা।

 

তিনি জানান, জেলাতে এ পর্যন্ত ৭৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। শনাক্ত হওয়ার আগেই তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তবে শনাক্ত হওয়ার পর কোন রোগী মারা যায়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন