লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে দুই দোকান

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১৮ মে, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুরে গরম আয়রন মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই দোকানের মালামাল পুড়ে গেছে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। রোববার (১৬ মে) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ সংলগ্ন বাহার ট্রেডার্স ও হানিফ লন্ড্রিতে এ দুর্ঘটনা ঘটে।

 

ভূক্তভোগীরা জানায়, হানিফ মিয়ার লন্ড্রী দোকানে অসাবধানতাবসত গরম আয়রন মেশিন পড়ে গিয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে বাহার ট্রেডার্সে। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থল আসে। এরমধ্যে আগুনে লন্ড্রী দোকানের আয়রন মেশিন-জামাকাপড় ও বাহার ট্রেডার্সের ৩টি কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার মেশিন, ব্যাটারিসহ আইপিএস ও ইউপিএসসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে যায়। এতে দুই দোকানের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা।

 

বাহার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বলেন, আগুনে আমার সাড়ে ৩ লাখ টাকার কম্পিউটার, ফটোকপি, প্রিন্টার, ও আইপিএসসহ যন্ত্রপাতি পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। আমার দোকান এখন বন্ধ হয়ে আছে। আমার সব শেষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন