লকডাউন অমান্য করে লক্ষ্মীপুরে গরুর হাট

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ

করোনার সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ আমান্য করে লক্ষ্মীপুর পৌর গরুর হাট বসানো হয়েছে। সেখানে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (৪জুলাই) দিনব্যাপী জেলার অন্যতম বৃহৎ এ হাটে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকালে বৃষ্টি উপক্ষো করে শত শত গরু-ছাগল উঠেছিল হাটে। এখানে গাদাগাদি করেই ক্রেতা-বিক্রেতার অবস্থান ছিল। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।

বিষয়টি নিয়ে পৌর গরু হাটের ইজাদার আনোয়ার হোসেন শাহী জানান, আমরা পৌরসভা থেকে কোন নির্দেশনা পাই নি এ কারনে গরুর হাট বসিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ জানান, সবাইকে সচেতন করতে আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে। কিন্তু গরু বাজার কিভাবে বসেছে বিষয়টি আমি খবর নিচ্ছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন