বাংলাদেশ থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল এমিরেটস

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ

দুবাই-ভিত্তিক পরিবহন কোম্পানি এমিরেটস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। বাকি দুই দেশ ভারত এবং পাকিস্তান।

বিমান পরিবহন কোম্পানিটি জানিয়েছে, যেসব যাত্রী শেষ ১৪ দিনে এই দেশগুলোতে ভ্রমণ করেছেন, তাদের সংযুক্ত আরব আমিরাতের কোনো পয়েন্ট দিয়ে নেয়া হবে না।

তবে আমিরাতের নাগরিকেরা এবং যাদের কূটনৈতিক মিশনের গোল্ডেন ভিসা আছে তারা এই বিধিনিষেধের বাইরে থাকবেন।

এর আগে গত সপ্তাহে এমিরেটস জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পাকিস্তান থেকে দুবাই যাত্রী বহন করা হবে না।

সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান থেকে যাত্রী পরিবহনে প্রথম নিষেধাজ্ঞা জারি করে ১২ মে।

আমিরাত এই দেশগুলোতে নিজেদের নাগরিকদেরও ভ্রমণ করতে দিচ্ছে না। দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কায় যেতে পারবেন না আমিরাতবাসী।

দেশটির প্রশাসন এর আগে এই দেশগুলো থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সেটিও ২১ জুলাই পর্যন্ত কার্যকর আছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন