রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে ?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২০ ১১:৫৭ অপরাহ্ণ

প্রশ্ন : জনৈক শ্বাসকষ্ট রোগী বিগত বছর পুরো রমজান মাসে ইনহেলার ব্যবহার করেছেন। তা শুনে এক মুফতি সাহেব ফতওয়া দিয়েছেন যে ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যায়। জানার বিষয় হলো, ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায় ? তাহলে এমতাবস্থায় ওই রোজাদারের করণীয় কী ?

—তারেক উর রহমান, দেলপাড়াবাজার, নারায়ণগঞ্জ।

 

উত্তর : ইনহেলার ব্যবহারে রোজা ভেঙে যায়। প্রশ্নে বর্ণিত ব্যক্তির ওপর উক্ত রোগ হতে আরোগ্য হওয়ার পর ছুটে যাওয়া রোজাগুলোর শুধু কাজা করা ওয়াজিব। তবে শ্বাসকষ্ট রোগ হতে শেফা পাওয়া থেকে নিরাশ হলে প্রত্যেক রোজার জন্য ফিদিয়া আদায় করা জরুরি।

উল্লেখ্য, ফিদিয়া আদায় করার পরও যদি কখনো সুস্থ হয়ে যায়, পুনরায় কাজা করতে হবে, ওই ফিদিয়া যথেষ্ট হবে না। আর মৃত্যুর পূর্বে ফিদিয়া আদায় করা না হলে অসিয়ত করা জরুরি।

(আদ্দুররুল মুখতার : ২/৩৯৫, ২/৪২৩, রদ্দুল মুহতার : ২/৩৯৫, ৪২৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৪৫)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন