রায়পুর পৌরসভায় কাল ভোট,  প্রতিদ্বন্দ্বিতা করছে ৬৩প্রার্থী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ

পঞ্চম ধাপে রায়পুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের কথা রয়েছে। এদিকে সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের সকল প্রস্তুতি রয়েছে বলে মোহনানিউজকে নিশ্চিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা।

 

রায়পুর পৌরসভায় একাধিক দলের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে মোট ৬৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপিসহ ৬ জন প্রার্থী, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫১ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন কাউন্সিলর প্রার্থী রয়েছে।

 

রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দিপক বিশ্বাস বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট নিশ্চিত করতে ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন