রায়পুর পৌরসভার মেয়র হচ্ছেন কে ?

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ

রায়পুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে রবিবার (২৮ ফেব্রুয়ারি)।ওইদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত  ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের কথা রয়েছে। ২৩ হাজার ৬শ ৩১জন ভোটারের রায়ে নির্বাচিত হবে রায়পুর পৌরসভার মেয়র। আওয়ামী লীগ, বিএনপিসহ ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় রয়েছেন নৌকা প্রতিকের গিয়াস উদ্দিন রুবেল ভাট ও ধানের শীষের এবিএম জিলানী।

 

নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের সবধরনের প্রস্তুতি রয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট নিশ্চিত করতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ব্যবহার হবে বলে নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দিপক বিশ্বাস।

 

আ.লীগের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছি। এতে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে নৌকায় ভোট দিবে।দলমত নির্বিশেষে নৌকা প্রতিকে ভোট দিয়ে রায়পুর পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠ ভোট হওয়ায় বিপুল ভোটে বিজয় হবেন বলে জানান এ প্রার্থী।

 

এদিকে ধানের শীষের প্রার্থী এবিএম জিলানী অভিযোগ করে বলেন, আমাদেরকে নির্বিগ্নে প্রচারণা চালাতে দেয়নি। গত ১৭ ফেব্রুয়ারি ধানের শীষের প্রচারণার মাইক ভেঙে ফেলেছে নৌকা সমর্থিতরা।সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালাতে আমরা নির্বাচন কমিশন ও থানা পুলিশের কাছে অভিযোগ করেছি। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পরিবেশ থাকলে কয়েকগুন বেশি ভোটে ধানের শীষ জয়লাভ করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন