রায়পুরে ৯৪ টি বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ মে, ২০১৯ ৪:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯৪ টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনাতয়নে বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম। এসময় বক্তব্য রাখেন রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা আক্তার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম মোসতাক আহমেদ।


বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার মান সম্মত শিক্ষা বাস্তবায়নে কাজ করছে। বছরের প্রথম দিনই সরকার বিনামূল্যে সারাদেশে বই বিতরণ করছে। শিক্ষার উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদেও আরো আন্তরিক হতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন