রায়পুরে ৫১ প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ মার্চ, ২০১৯ ৪:৫৭ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজ নিজ স্কুল ক্যাম্পাসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্ব-স্ব প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায় ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেন।


জানা যায়, ছোটবেলা থেকেই গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ‘স্টুডেন্ট কেবিনেট’ ঘটনের সিদ্ধান্ত নিয়েছে। এ ভোটে বড়দের মতোই প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, প্রিজাইডিং ও পুলিং অফিসারের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। সরেজমিন ঘুরে দেখা গেছে ক্ষুদে ভোটারদের দীর্ঘ লাইন। প্রচন্ড গরমের মাঝেও ভোট দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ছাত্র-ছাত্রীরা।


উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ভোট উৎসবের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠবে। ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষকদের সাথে মিলেমিশে কাজ করতে পারবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন