রায়পুরে ৫০ মণ জাটকা গেল এতিমখানায়

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে রায়পুরে জব্দ হওয়ায় ৫০ মণ জাটকা ১৯টি এতিমখানাসহ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর চান্দার খাল পুরান বেড়ি এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানের সময় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও কোস্টগার্ডের রায়পুর কন্টিজেন্ট কমান্ডার ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। এসময় দুটি নৌকা রেখে লোকজন পালিয়ে যায়। নৌকাগুলো জব্দ রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬ টা থেকে ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাটকাগুলো বরিশাল থেকে রায়পুর রুট দিয়ে পাচার করা হচ্ছিল। অভিযান দেখে নৌকা আর মাছ রেখে ব্যবসায়ী ও জেলেরা পলিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাছগুলো জব্দ করে নিয়ে আসা হয়। এতে ৫০ মণ জাটকা ও কিছু পোয়া মাছ ছিল। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিনের নির্দেশে ১৯টি এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন