রায়পুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মে, ২০২০ ৮:৩৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে নজির আহাম্মেদ হত্যা মামলার প্রধান আসামি হারুন মালকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার চর মোহনা ইউনিয়নের হামিদ মালের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হারুন মাল উপজেলার চর মোহনা ইউনিয়নের চর মোহরা গ্রামের বাসিন্দা।

 

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজির আহাম্মেদ কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষ হারুন মাল, তার ছোট ভাই লিটন মাল, ও শান্ত মাল। উপজেলার চর মোহনা ইউনিয়নের চর মোহরা গ্রামে আব্দুল হামিদ মালের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পরে নিহতের ছেলে তারেক বাদী হয়ে রায়পুর থানায় হারুন মালকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

 

জানতে চাইলে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজ বলেন, নাজির আহাম্মেদ হত্যা মামলার আসামী হরুন মালকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে প্রেরণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন