রায়পুরে শিক্ষার্থীদের মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ জুন, ২০১৮ ৯:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ নিয়েছে পাঁচ শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে উপজেলার মিতালী বাজার মডেল একাডেমীর অভিভাবক সমাবেশে তারা এ শপথ নেয়।

ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক রেজাউল করিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল শাহাজী ও শিক্ষক মাছুম বিল্লাহ।

বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। অভিভাবকরা সব সময় ছেলেমেয়েদের চলাফেরার প্রতি সতর্ক নজর রাখতে হবে। মাদক ও বাল্য বিয়ে সমাজের অভিশাপ। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন