রায়পুরে শত্রুতার জেরে পুুকুরে বিষ, মরে ভেসে উঠলো ২ লাখ টাকার মাছ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ জুন, ২০২২ ৩:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা সফিক রাঢ়ীর এক একরের পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুই লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। গতকাল শনিবার সকালে ঘটনাটি জানতে পেরে সফিক ভেঙে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা উপজেলার উত্তর চররংশী ইউনিয়নের বাবুরহাটে ঘটনাটি ঘটিয়েছে। সফিক ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় লোকজন জানায়, এক একরের পুকুরটি সফিক সরকারের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করছেন। পুকুরে রুই, কাতল, পুঁটি, মৃগেল, সিলভার কার্পসহ অন্তত ১০ প্রজাতির বিভিন্ন আকারের মাছ ছিল।

ক্ষতিগ্রস্ত সফিক রাঢ়ী বলেন, ‘শত্রুতা করে রাতের আঁধারে আমার পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়। কাউকে আমরা দেখিনি। তিন বছর আগেও একই কায়দায় বিষ ঢেলে আমার চার লাখ টাকার মাছ মারা হয়েছে। এই ঘটনায় আমি আদালতে মামলা করব।’

জানতে চাইলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ‘ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজখবর নেওয়া হবে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন