রায়পুরে মসজিদের জমি দখলের অভিযোগে মামলা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার বাবুরহাট সাতাব পাটওয়ারী জামে মসজিদ ওয়াকফ এস্টেট জমিতে রাতারাতি জোরপূর্বক ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (৭ আগস্ট) ক্ষুব্ধ এলাকাবাসী জমায়েত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। এরআগে এ ঘটনায় সোমবার উপজেলা আওয়ামীলীগের সদস্য সামছুল ইসলাম পাটওয়ারীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে নালিশী ভূমিতে উভয়পক্ষকে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য রায়পুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, দক্ষিন রায়পুর গ্রামের বাবুরহাট সাতাব পাটওয়ারী জামে মসজিদ ওয়াকফ এস্টেট ৪৮ শতাংশ জমি রয়েছে। মসজিদ পরিচালনা কমিটি দীর্ঘদিন ধরে জমিগুলো তত্বাবধায়ন করে আসছেন। সম্প্রতি আওয়ামীলীগের নেতা সামছুল ইসলাম পাটওয়ারী, প্রভাবশালী নুরুল ইসলাম মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু ও বর্তমান ইউপি চেয়ারম্যান সফিক পাঠান মসজিদের জমি দখলের পাঁয়তারা করে। এতে মসজিদ কমিটির পক্ষে ওসমান গনি পাটওয়ারীসহ লোকজন বাঁধা দিলেও অভিযুক্তরা কর্ণপাত করেনি। অভিযুক্তরা ৫ জানুয়ারি সকালে ওই জমিতে থাকা মসজিদের ৩টি দোকান ভাংচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন করেন। পরবর্তীতে ৩১ মে তারা ওই জমিতে পাকা ভবন নির্মাণ করতে আসে। এতে মসজিদ পক্ষের লোকজন বাঁধা দিতে এলে অভিযুক্তরা তাদের হুমকি দেয়।

মামলা বাদী ওসমান গনি পাটওয়ারী বলেন, মসজিদের জমিতে জোরপূর্বক দখলের পাঁয়তারা চলছে। আমরা প্রতিবাদ করায় নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। এ ঘটনার শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা প্রশাসকসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুফল আসেনি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও মসজিদের জমিটি উদ্ধারের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক পাঠান বলেন, আমরা আদালতের নোটিশ পেয়েছি। সরকারি জমিতে সরকারি ইউপি ভবন নির্মান হচ্ছে। হুমকির বিষয়টি আমি অবগত নয়।

জানতে চাইলে রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাদিম আক্তার বলেন, আদালত থেকে উভয়পক্ষকে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য বলা হয়েছে। আমরা তাদেরকে নোটিশ দিয়েছি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তাদেরকে শান্ত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন