মারধরের অভিযোগ করায় কৃষকের ঘর ভাংচুর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২০ ৯:৩১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষকের স্ত্রী ও পুত্রবধূকে মারধর করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়।

একই এলাকার রাকিবসহ ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে সম্প্রতি থানায় অভিযোগ করেন কৃষক গিয়াস উদ্দিন মোল্লা।

এতে ক্ষিপ্ত হয়ে উঠে রকি ও তার অনুসারীরা। এর জের ধরে শুক্রবার (৭ আগস্ট) সকালে রকি দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়াস উদ্দিন মোল্লার বসতঘরে হামলা চালায় ভাংচুর করে। স্ত্রী ও পুত্রবধূর গলার, কানের এবং হাতের গহনা নিয়ে নিয়ে যায় ।এসময় ঘরের বেড়ার টিন কোপায় ও রান্না ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।


ক্ষতিগ্রস্থ গিয়াস উদ্দিন মোল্লা বলেন, আমি থানায় অভিযোগ করায় রকিদের রোশানলে পড়েছি। তারা পরিকল্পিতভাবে আমার ঘরে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে। এখন আমাদের উল্টো হয়রানি করছে।

এ ব্যাপারে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন