রায়পুরে পাঠ্যপুস্তক উৎসব

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বছরের প্রথম দিনেই পাঠ্যপুস্তক উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

 

উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৫৫টি স্কুল-মাদ্রাসা এবং প্রাথমিক-ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন পর্যায়ে ১৯২টি প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায়, সহকারী কমিশনার ভূমি মোঃ মোতাছিম বিল্লাহ, হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ টিপু সুলতান প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন