রায়পুরে ট্রলির ধাক্কায় প্রাণ হারাল নারী, চালক আটক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ আগস্ট, ২০১৮ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাক্টর ট্রলির ধাক্কায় সুফিয়া বেগম (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯আগস্ট) সকালে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রাখালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় উত্তেজিত লোকজন ট্রলিসহ চালক মুরাদ হোসেনকে আটক করে পুলিশে সৌপর্দ করে। পরে তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। এতে এ রুটের দু’পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থল পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

নিহত সুফিয়া বেঙ্গল স্যু ফ্যাক্টরির শ্রমিক ও সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আটক মুরাদ রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আব্বাস মিয়ার ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ট্রলিসহ চালককে আটক করা হয়েছে। সড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন