রায়পুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ জুলাই, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের উদ্যোগে রুস্তম আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার (২১ জুলাই) দুপুরে কলেজ আঙিনায় গাছের চারা রেপাণ করা হয়। পরে বাড়িতে রোপনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে চারা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক কাউছার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ফরহাদ হোসেন, বিপ্লব, কলেজ ছাত্রলীগকর্মী শাকিল মাহমুদ, আকরাম হোসেন, রাফি হোসেন ও সাইফুর রহমান সাইফুল প্রমুখ।

কাউছার হোসেন বলেন, পর্যাক্রমে রায়পুরের প্রত্যেকটি স্কুল-কলেজের আঙ্গীনায় বৃক্ষরোপণ করা হবে। এবং প্রত্যেক শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হবে। যাতে তারা বাড়ীতে এসব চারা রোপন করতে পারে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন