রায়পুরে কোস্টগার্ডের সহায়তা পেলেন অসহায়রা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ মে, ২০২১ ১২:০৭ পূর্বাহ্ণ

রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০ অসহায়ের মাজে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ মে) দুপুরে কোস্টগার্ডের রায়পুর পূর্বজোনে ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।

 

জানা গেছে, উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন ও উত্তর চরবংশী ইউনিয়নের ২০০ অসহায় মানুষের মাঝে কোস্টগার্ডের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে চাল, ডাল, আটা, ছোলা ও লবণ ছিল।

 

কোস্টগার্ড রায়পুর পূর্বজোনের কন্টিনজেন্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, কোস্টগার্ড সবসময় মানবকল্যাণে কাজ করে। করোনার এ সংকটময় সময়ে কোস্টগার্ডের পক্ষ থেকে চরাঞ্চলের অসহায় মানুষকে খাদ্য সহযোগীতা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে কোস্টগার্ড কাজ করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন