রাতে তো আমি তোমার খুব কাছেই থাকি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২০ ৮:০১ অপরাহ্ণ

আচ্ছা প্রতিরাতে অমন বৃষ্টি কেন?
শ্রাবণ যে।

শ্রাবণে বুঝি রাতভর বৃষ্টি হতে হয়?
হুম, সারাদিন মেঘ আর রাত এলেই ঝরে পড়ে অভিমান ।

অনেকটা আমার মতো ?
কেন? তোমার মতো হবে কেন? আমিও তো শ্রাবণের মতো। রাতভর একা। আর দিনভর জেগে জেগে কারোর ঘুম দেখা ।

কেন? রাতে তো আমি তোমার খুব কাছেই থাকি।
হা হা। থাকো? আমার কাছে? নাকি তোমার কবিতার কাছে? এই দেখ আবার বৃষ্টি। দেখনা, যেন পানের বরজের মতন লতানো কান্না । অথবা মানিপ্ল্যান্ট। আচ্ছা আমি কার মতো?
জানি না। দেখিনি তো কখনো।

কখনো কেন আমি হই নাকো তোমার কোনো কবিতা? কবি, আমাকে কবিতা করে নেবে ? আমি তোমার শ্রাবণ হব।
ধূর পাগলী, কাছের মানুষ কখনো কবিতা হয়?
……………………………………………………………

 

কবিতা
ফারজানা করিম
ঢাকা, বাংলাদেশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন