উপকূলীয় ফাউন্ডেশনের কার্যালয়ে দুর্বৃত্তের হানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২০ ৭:১১ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সামাজিক সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের কার্যালয়ে দুর্বৃত্তরা হানা দিয়েছে। এসময় কার্যালয়ের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মালামাল ভাংচুর করে পাশের খালে ফেলে দেওয়া হয়। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর চরবংশী ইউনিয়নের তালতলা বাজারের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও মেম্বার সোলায়মান মোল্লা ।

উপকূলীয় ফাউন্ডেশনের সহ সভাপতি সাইয়েদ মোঃ তাহের জাবিরী আল- মাদানী জানান, চরবংশী গাজী বাড়ির কৃতি সন্তান ও জাতীয় সংসদ সচিবালয়ের উপ সচিব মোঃ আজিজুর রহমানের অর্থায়নে ২০১৭ সালে এলাকার উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার জন্য সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এটি পাঠাগার হিসেবে ব্যবহার হয়ে আসছে। কতিপয় লোক প্রতিহিংসা করে রাতের আঁধারে অফিসের তালা ভেঙে আসবাবপত্র ভাংচুর করে কিছু মালামাল নিয়ে যায়। বাকি মালামাল পানিতে ফেলে দেয়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল দেখে এসেছি। বিষয়টি দুঃখজনক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন