রাকিবের শেষ কথা ছিল ‘আব্বারে কইয়েন আঁরে মাফ করে দিতে’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‘মা আঁই সজ্ঞানে মইরতে যাইতাছি। আঁই তামা চুরি করি ন মা। জীবনে অনেক ভুল কইরছি মা। আঁর মৃত্যুর লাই কেউ দায়ি নাই। আঁই নিজের ইচ্ছায় যাইতাছি মা। অনেক ভুল কইরছি মা। একটা মাইয়ার জীবনও নষ্ট কইরছি। আঁইয় সুমাইয়ারে বিয়া কইরছি। বিয়া করি সুখী হইতে পাইরতাছি না। আর কইলজা হাডি যা। আঁর অ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা আছে মা। সোহেল ভাইয়ের তন তামা চুরি কইরছি, হেতেনে জানে। হেতেনের তন হেগুন লন লাইগতো ন। বাড়ির ড্রয়ারের মধ্যে আঁর এটিএম কার্ড আছে’। ‘আব্বারে কইয়েনেআঁরে মাফ করে দিতে’ পিন নাম্বারও বলেছে ফেসবুকে লাইভ ভিডিওটিতে।

 

এরপরই বুধবার (২৪ মার্চ) সাড়ে ১২ টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ৫ তলার ছাদ থেকে লাফিয়ে রাকিব হোসেন (২৭) আত্মহত্যা করেছে।

 

রাকিব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর মজুপুর এলাকার বাসিন্দা ও পৌরসভার মোটকা মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন