রহমানিয়া ফাউন্ডেশনের পিপিই ও মাস্ক বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ মে, ২০২০ ৫:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যে (মেম্বার) ও চৌকিদারদের মাঝে পিপিই বিতরণ করেছে রহমানিয় ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পরিষদ পাঙ্গনে প্রতিষ্ঠানটির উদ্যোগে পিপিই বিতরণ করা হয়।

পিপিই বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটোয়ারি, সচিব মোঃ মিজানুর রহমান, রহমানিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হোসাইন মাসুম মোল্লা, থানা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশিদ সুমন ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক তফসির আহম্মদসহ সকল ইউপি সদস্য।

জানা গেছে, করোনাভাইরাসের মমহামারিতে সেচ্ছাসেবী সংগঠন রহমানিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারসহ খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রতিনিয়ত এবং ইউপি চেয়ারম্যান, সচিব, সকল ইউপি সদস্য, চৌকিদারসহ মোট ২৩ জনের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করেন। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহদী হোসাইন মাসুম মোল্লা বলেন, রহমানিয়া ফাউন্ডেশন যে কোন মানবিক ও সমাজ সচেতনতামূলক কর্মকান্ডে বিগত দিনে ভূমিকা রেখে আসছে তেমনি আগামী দিনেও ভূমিকা রাখবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন