লক্ষ্মীপুরে সড়কের পাশে চোখ জুড়ানো কৃষ্ণচূড়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ মে, ২০২০ ১০:৩৭ অপরাহ্ণ

মঙ্গলবার দুপুর। গত কয়েক দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ।মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর থেকে হাজিরপাড়া।হাজিরপাড়া পৌঁছানোর অল্প কিছু আগে সড়কের পাশে কৃঞ্চচূড়া। চোখ রাখতেই মন জুড়ায়, সত্যি বলছি, মেতে উঠল হৃদয়। রাস্তার ধারে আশ্চর্য সুন্দর কৃষ্ণচূড়া ফুটে আছে। গত কয়েকদিন ধরেই ফুলটির পানে দৃষ্টি। এর পরও যেন প্রথম দেখার অনুভূতি হয় ! চোখ সরাতে মন চায় না।

অনুভূতির বাধার ফেরিয়ে মোটরসাইকেল থেকে নেমে পড়লাম।ধারণ করলাম দৃশ্যটি। শুধু কৃষ্ণচূড়া। ঘন হয়ে ফোটা ফুল। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। সে কী দৃশ্য !  দেখতেই দেখতেই স্বীকার করে নিতে হয়, সময়টি যেন কৃষ্ণচূড়ার ! কবি শামসুর রাহমানের কবিতার পঙ্ক্তি মনে পড়ে গেল, যেখানে মুগ্ধ নাগরিক কবি লিখেছেন : আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে…। লাল রঙের পাপড়িতে বাঙালীর চেতনার রং দেখেছিলেন শামসুর রাহমান। আপনিও দেখুন। কৃষ্ণচূড়া দেখার এখন সময়।তবে দেখলে একা একা দেখতে হবে। কারন এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করা আমাদের উচিত।

লেখেছেন: জামাল উদ্দিন রাফি

সংবাদকর্মী

মতামতের জন্য সম্পাদক দায়ী নন