যে কারণে ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ৮:৩৮ অপরাহ্ণ

সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় একটি সামরিক কনভয়ে হামলায় অন্তত ৩৪ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।

এ ঘটনায় পরমাণু অস্ত্রধারী দুই দেশ ভারত এবং পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই দেশেই যুদ্ধের মুখোমুখি।

তবে এই দুদেশের মধ্যে সংঘাত এবারই প্রথম নয়। দেশ বিভাগের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। আর এর বড় কারণ কাশ্মীর।

কিন্তু কেন দুই দেশের মধ্যে এই বিরোধ?

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পরই কাশ্মীরকে পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামে দেশ দুটি। প্রতিদ্বন্দ্বিতার জের থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে রেষারেষিতে রূপ নেয়, যা আজ অবধি চলমান।

ভারত-পাকিস্তান ভাগ করার পরিকল্পনা অনুযায়ী, কাশ্মীর দুই দেশ থেকেই মুক্ত ছিল।

তবে তৎকালীন কাশ্মীরের রাজা হরি সিং ভারতকে বেছে নিয়েছিলেন। তবে রাজা সে সময় একটি চুক্তির মাধ্যমে কাশ্মীরকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করেছিলেন।

ইতিহাসবিদদের ভাষ্য, ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশনের মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ঠিকই কিন্তু যে শর্তে তা হয়েছিল, সেই শর্ত থেকে অনেকটা সরে এসেছে ভারত।

পাকিস্তানও অনেকটা জোর করে এই ব্যবস্থায় কাশ্মীরে প্রবেশ করেছে। আর সেই থেকে সংকট শুরু, যা দিন দিন জটিলের দিকেই যাচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন