‘যুবকদের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০১৯ ৮:২৯ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি :চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল আল্লামা আলহাজ্জ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী বলেছেন, যুবকদের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়।

এজন্য যুবকদেরকে কোরআন হাদিসের আলোকে নিজেদের জীবন গড়তে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে যুবকদেরকে নামাজী ও সৎ হতে হবে। যুবকরাই পারে সমাজ পরিবর্তন করতে। সন্ত্রাস, মাদক ও যৌতুকের বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এ মাহফিলের উদ্দেশ্য হলো যুবকদের চরিত্র সংশোধনের একটা মাধ্যম।

যুবকদের উদ্দেশ্য তিনি আরো বলেন বলেন, যুগে যুগে যুবকরা ইসলামের পতাকার কান্ডারী ছিল। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে তাদেরকে কোরআনের অনুসরন করতে হবে।
৩ দিন ব্যাপী ঐতিহাসিক ৫৪তম ইছালে ছাওয়াব মাহফিলের ২য় দিবসে বিশেষ বয়ান রাখতে গিয়ে ধর্মপ্রাণ তৌহিদী জনতার উদ্দেশ্য তিনি একথা বলেন।

 

৩ দিন ব্যাপী মাহ্ফিলে আজ শুক্রবার রায়পুরের হায়দরগঞ্জের ইদগাহ মাঠে ওয়াজ করেন, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাচ্ছেরে কোনআন হযরত মাওলানা সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন জাবিরী আল-মাদানী, হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, হযরত মাওলানা মোঃ নোমান, হযরত মাওলানা মঞ্জুর হোসাইন প্রমুখ। উল্লেখ্য যে, আগামী রবিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন