যশোরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ

যশোর-বেনাপোল মহাসড়কের ২ হাজার ৩শ’ ১২টি গাছ গাছ কেটে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। বুধবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা ওয়াকার্স পার্টি, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।     

এসময়, ঐতিহাসিক যশোর-বেনাপোল মহাসড়কের গাছগুলো, শতবছর ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে বলে জানান বক্তারা। শতবর্ষী গাছগুলো রেখেই মহাসড়ক নির্মাণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গত ৬ জানুয়ারি মহাসড়ক সম্প্রসারণের লক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় গাছ কাটার সিদ্ধান্ত হয়। এরআগে গতবছরের শুরুতে গাছগুলো কাটার সিদ্ধান্ত নিয়েছিলো সড়ক ও জনপথ বিভাগ। এরপর বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে তা স্থগিত করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন