মোহাম্মদপুরে শুক্রবারে গান গাইবেন কর্নিয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০১৮ ২:০২ পূর্বাহ্ণ

দেশে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নানান ধরণের কর্মসূচি চলছে। সরকারি ও বেসরকারি নানা উদ্যোগে এই দুটি সামাজিক ব্যধি দূর করার চেষ্টা করা হচ্ছে। এই দুটি বিষয়ে মানুষকে সচেতন করতে এবার মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজন করা হয়েছে কনসার্টের।

৫ অক্টোবর শুক্রবার বিকাল ৩টা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগীতায় ‘হাল্ক প্রেজেন্টস এ্যান্টি-ড্রাগস ও টেরিরিজম কনসার্টে’র আয়োজন করেছে ৯৬.৪ স্পাইস এফএম। কনসার্টে অংশগ্রহণ করবে, ওয়ারফেজ, আর্টসেল, ফিডব্যাক, অন্তপুর, কর্নিয়া ও আরো অনেকে।

কনসার্টে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের শুরুতেই সম্ভাবনা পুস্পকলি স্কুলের পথশিশুদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা হবে।

৯৬.৪ স্পাইস এফএম’র আয়োজনে ‘হাল্ক প্রেজেন্টস এ্যান্টি-ড্রাগস ও টেরিরিজম কনসার্ট’ সকলের জন্য উন্মক্ত।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন