মোদিকে ইমরান খানের চিঠি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ

শান্তির বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কয়েকদিন আগে পাকিস্তানের জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই চিঠির জবাবে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক চেয়ে মোদিকে চিঠি দিলেন ইমরান খান।

মোদিকে ওই চিঠিতে সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি আবশ্যক বলে জানিয়েছেন ইমরান খান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ২৯ মার্চ মার্চ পাঠানো ইমরান খানের চিঠিটি আনুষ্ঠানিকভাবে দু’পক্ষের কেউ প্রকাশ করেনি।

ধন্যবাদ জানিয়ে সোমবার (২৯ মার্চ) মোদিকে লেখা চিঠিতে ইমরান খান বলেছেন, পাকিস্তানের নাগরিকরাও ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক দেখতে চান।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরসহ দুই দেশের মধ্যে অন্যান্য সবগুলো ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছেন।

ইমরান খান বলেন, আমরা নিশ্চিত যে জম্মু-কাশ্মীরসহ ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ সব বিষয়ের সমাধানের ওপর দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নির্ভরশীল।’গঠনমূলক ও ফলাফল নির্ভর সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা আবশ্যক বলেও চিঠিতে উল্লেখ করেন ইমরান খান।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের নাগরিকদের প্রতি শুভকামনাও জানান ইমরান খান।

ভারতীয় বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই এই চিঠির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন