মিরাজের বোলিংয়ে হাসলো বাংলাদেশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ মে, ২০২১ ১১:১৬ অপরাহ্ণ

দলে আছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। আইপিএল মাতিয়ে ফিরেছেন মোস্তাফিজ। তবে এই দু’জনকে নিয়ে নয়। এই ওয়ানডে সিরিজ শুরুর আগে অধিনায়ক তামিমই বলুন, কিংবা হেড কোচ ডোমিঙ্গো-দু’জনই মিরাজকে নিয়ে গর্ব করেছেন।

আইসিসির ন ওয়ানডে বোলিংর‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে অবস্থান যার,তাকেই বোলিং আক্রমনে নিউক্লিয়াস মনে করেছেন তারা।কোচ,অধিনায়কের সে আস্থার প্রতিদান অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

তামিম (৭০ বলে ৫২),মুশফিক (৮৭ বলে ৮৪) এবং মাহমুদউল্লাহর (৭৬ বলে ৫৪) ব্যাটিংয়ে বাংলাদেশ পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি (২৫৭/৬)। তবে এই পুঁজি নিয়ে বাংলাদেশ ৩৩ রানে জিতে সিরিজ শুরু করতে পেরেছে মিরাজের বোলিংয়ে (৪/৩০)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে ওয়ানডে সিরিজ জয়ের পর টানা ১০ ম্যাচ বাংলাদেশ দল ছিল জয়হীন। হোমে শ্রীলংকার বিপক্ষে জয়ে সেই যন্ত্রনা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ দল। ওয়ানডে সুপার লিগে ৪র্থ জয়ে ২০২৩ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল। যেখানে টানা ৪ হারে বিশ্বকাপে সরাসরি উত্তীর্ন হওয়ার পথটা কঠিন হয়ে গেল শ্রীলংকার।

একাদশে তিন পেস বোলার থাকতেও নতুন বলে আক্রমনের শুরুটা তাকে দিয়ে করেছেন তামিম। প্রথম ব্রেক থ্রুটা দিয়েছেন মিরাজ।ব্যাটিং পাওয়ার প্লে’র প্রথম স্পেলে (৪-০-১১-১) করেছেন মিরাজ মিতব্যয়ী বোলিং। তার দ্বিতীয় স্পেলে (৬-২-১৯-৩) শ্রীলংকা নেমেছে ব্যাকফুটে। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে করেছেন মিরাজ ক্যারিয়ার সেরা বোলিং (৪/২৫)। ফিরতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও পেলেন ৪ উইকেট (১০-২-৩০-৪)। যে চারটি উইকেটের তিনটি বোল্ড ! একটি ভেঙ্গে দিয়েছে মিডল স্ট্যাম্প।

মিরজের ভয়ংকর ছোবলে শ্রীলংকার স্কোর যখন ১০২/৬, তখন বড় জয় উঁকি দিয়েছিল বাংলাদেশের। তবে ওই পরিস্থিতি থেকে ঝুঁকিটা নিয়েছিলেন হাসারাঙ্গা।মাত্র ৩১ বলে হাফ সেঞ্চুরি করে ভয় ধরিয়ে দিয়েছিলেন এই লোয়ার অর্ডার। সাকিবের বলে ডিপ মিড উইকেটে লিটনের হাতে বেঁচে গেছেন যখন, তখন তার রান ৬৩। জীবন ফিরে পাওয়া সেই হাসারাঙ্গাকে (৬০ বলে ৩ চার,৫ ছক্কায় ৭৪) ডিপ মিড উইকেটে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের হাতের মুঠোয় ম্যাচটা এনে দিয়েছেন সাইফউদ্দিন।

৩৯তম ওভারের ৫ম বলে ফলো থ্রুতে ডান পায়ে চোট পেয়ে পিচের উপর পড়ে গিয়েছিলেন মোস্তাফিজ। মাঠে তার ফিরে আসা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে ফিরে ১৪ বলের শেষ স্পেলে (২.২-০-৮-২) ম্যাচটা ফিনিশ করেছেন এই বাঁ হাতি কাটার মাস্টার। আইপিএলে আতঙ্ক ছড়ানো মোস্তাফিজ সিরিজটা শুরু করেছেন প্রত্যাশিত বোলিংয়ে (৯-০-৩৪-৩)।সাইফউদ্দিনের বোলিংও (১০-০-৪৯-২)। ছিল প্রশংসিত। সাকিব প্রত্যাবর্তন ম্যাচে করেছেন নিয়ন্ত্রিত বোলিং (১০-০-৪৪-১)।তবে অমিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন (৯-০৬২-২)।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সিনিয়রদের উপরই নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ দলকে। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নিজেকে চেনাতে পারেননি সাকিব (৩৪ বলে ১৫)। প্রত্যাবর্তন ম্যাচে সাকিবের ব্যাটিং ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন তামিম (৭০ বলে ৫২),মুশফিক (৮৭ বলে ৮৪) এবং মাহমুদউল্লাহ (৭৬ বলে ৫৪)।

ইনিংসের শুরুটা হয়নি প্রত্যাশিত। দ্বিতীয় ওভারে পেসার দুশমন্ত চামিরার বলে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন (৩ বলে ০ রান)। রানের জন্য ধুঁকতে থাকা সাকিব গুনাতিলাকার স্লো বলে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে লং অনে দিয়েছেন ক্যাচ।

অফ স্পিনার ধনঞ্জয়ের পর পর ২ ডেলিভারিতে তামিম (৭০ বলে ৫২) এবং মিঠুন (১ বলে ০) এলবিডাব্লুউতে পড়েছেন কাঁটা। দু’জনই রিভিউ আপীল নিয়ে হয়েছেন অসফল। তবে এই দুটি আউটের মধ্যে মিঠুনের উইকেটটি ছিল দৃষ্টিকটু। প্রথম বলের মোকাবেলায় প্যাডেল সুইপ করতে যেয়ে নিজের অপমৃত্যু ডেকে এনেছেন তিনি।

স্কোরশিটে ৯৯ রান উঠতে ৪ উইকেট হারানোর পরও চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে বাংলাদেশ। তা সম্ভব হয়েছে ৫ম উইকেট জুটিতে মুশফিক-মাহমুদউল্লাহর ১০৯ রানে। দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিটা মুশফিকুর রহিমের শ্রীলংকার বিপক্ষে।রবিবার ওয়ানডে ক্যারিয়ারে ২২৫ তম ম্যাচে উদযাপন করেছেন ৪০তম হাফ সেঞ্চুরি। এই হাফ সেঞ্চুরিকে পরিণত করতে পারতেন শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরিতে। স্ট্রাইকে মনোযোগ দিয়ে সিঙ্গল ডাবলে দিয়েছেন জোর। ৫২ বলে হাফ সেঞ্চুরি পূর্ন করেছেন। প্রিয় শট সুইপে হাসারাঙ্গাকে মেরেছেন ছক্কা। সুইপ শটটা খেলতে বেশি স্বাচ্ছন্দ পান। এই প্রিয় শটটিই অতীতে অসংখ্যবার আউটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তা আমল দেননি রবিবার।বাঁ হাতি স্পিনার সান্দকানকে রিভার্স সুইপ করতে যেয়ে ৮৪ রানের মাথায় শর্ট থার্ডম্যানে দিয়েছেন ক্যাচ ! ৮৭ বলে ৪ চার,১ ছক্কায় ৮৪ রানের ইনিংসটা তাই বাড়িয়েছে আক্ষেপ।

৬৯ বলে ২৪তম ওয়ানডে ফিফটির ইনিংসে স্লগটা সেভাবে করতে পারেননি মাহমুদউল্লাহ। ধনঞ্জয়ের বলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়েছেন তিনি ৫৪ রানের মাথায়। তবে ৭৬ বলে ২ চার,১ ছক্কায় ৫৪ রানের ইনিংসের স্ট্রাইক রেট ৭১.০৫ ! এটাই বাংলাদেশের প্রত্যাশিত স্কোরে বাধা হয়ে দাঁড়িয়েছে। শেষ ৬০ বলে ৬৪ রানে আটকে গেছে বাংলাদেশ।তাও সম্ভব হয়েছে ৭ম জুটিতে ১৭ বলে ২৭ রানে। আফিফ (২২ বলে ২৭*),সাইফউদ্দিনের ব্যাটিংয়ে (৯ বলে ১৩*)।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ১৪ হাজারী ক্লাবের সদস্যপদ পেয়েছেন তামিম। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে পেসার উদানাকে পয়েন্ট দিয়ে প্রিয় শটে বাউন্ডারির চুমোয় লক্ষ্যে পৌছে গেছেন তামিম। মাইলস্টোন ম্যাচটি উদযাপন করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক হাফ সেঞ্চুরিতে। রবিবার করেছেন ৭০ বলে ৬ চার,১ ছক্কায় ৫২।

ওয়ানডে ক্যারিয়ারে ৫১তম হাফ সেঞ্চুরি উদযাপনের দিনে শ্রীলংকার বিপক্ষে এটি তার ৫ম হাফ সেঞ্চুরি। বছরটা দারুণ কাটছে তামিমের। ৭ ওয়ানডেতে ৪ ফিফটির টানা তিনটিই করেছেন তামিম হোমে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ৫০ও ৬৪-এর পর শ্রীলংকার বিপক্ষে ৫২।

রবিবার সাকিবের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৮ রানে দিয়েছেন নেতৃ্ত্ব। তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুরের সাথে ৫৬ রানেও রেখেছেন অবদান এই বাঁ হাতি টপ অর্ডার। দারুণ ইনিংসটি থেমেছে তার অফ স্পিনার ধনঞ্জয়কে ব্যাকফুটে খেলে যেয়ে এলবিডাব্লুউতে। আম্পায়ার মুকুলের দেয়া এলবিডাব্লুউর সিদ্ধান্তের রিভিউ আপীল নিয়েও বাঁচতে পারেননি তিনি।এই ধনঞ্জয়ই রবিরার ছিলেন শ্রীলংকার সফল বোলার (১০-০-৪৫-৩)।

বাংলাদেশ : ২৫৭/৬ (৫০.০ ওভারে),তামিম ৫২,লিটন ০,সাকিব ১৫,তামিম ৫২,মুশফিক ৮৪,মাহমুদউল্লাহ ৫৪,চামিরা ৮-০-৩৯-১,উদানা ১০-১-৬৪-০,গুনাতিলাকা ২-০-৫-১,ধনঞ্জয় ১০-০-৪৫-৩,সান্দকান ১০-০-৫৫-১, হাসারাঙ্গা ১০-০-৪৮-০।

শ্রীলংকা :২২৪/১০ (৪৮.১ ওভারে),গুনাতিলাকা ২১,নিশাঙ্কা ৮,কুশল মেন্ডিজ ২৪,কুশল পেরেরা ৩০,ধনঞ্জয়া ৯,বান্দারা ৩,হাসারাঙ্গা ৭৪,উদানা ২১,মিরাজ ১০-২-৩০-৪,তাসকিন ৯-০-৬২-০,মোস্তাফিজ ৯-০-৩৪-৩,সাইফউদ্দিন ১০-০-৪৯-২,সাকিব ১০-০-৪৪-১।

ফল : বাংলাদেশ ৩৩রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ  : মুশফিকুর রহিম (বাংলাদেশ)।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন