মাস্ক নেই সেবা নেই -পেষ্টুন দিয়ে  লক্ষ্মীপুরে  প্রচারণা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ

করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় ও সচেতনতা বাড়াতে নানান উদ্যোগ হাতে নিয়েছে প্রশাসন। তার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের শতাধিক দোকানে নো মাস্ক নো সেল, মাস্ক পরিধান ব্যতীত দোকানে প্রবেশ নিষেধ লিখা পেস্টুন বিতরন ও দৃশ্যমান স্থানে লাগানো হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এরআগে মাস্ক না পরায় ৪জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ মাসুম। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫’শত মাস্ক বিতরন করেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, করোনার ২য় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। মাস্ক ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। আজ আমরা ৫’শতাধিক মাস্ক বিতরন করেছি। এছাড়া শতাধিক দোকানে নো মাস্ক নো সেল, মাস্ক পরিধান ব্যতীত দোকানে প্রবেশ নিষেধ লিখা পেস্টুন বিতরন করেছি। আমাদের সচেতনতামূলক কর্মসূচি চলমান থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন