করোনারোধে লক্ষ্মীপুর ডিসির ৯ নির্দেশনা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলা দেশের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের পরিসংখ্যানে প্রথম দিকে রয়েছে। সেজন্য সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ৯টি নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ  তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইললে  ওই নির্দেশনা পোস্ট করেছেন।

নির্দেশনাগুলো হলো-
০১. কোন ধরণের জনসমাগম, মিছিল, সমাবেশ, উৎসব, অনুষ্ঠান, ওয়াজ মাহািফল,
ধর্মসভা ইত্যাদি আয়োজন করা যাবে না।

০২.ঘরের বাহিরে ও জনসমক্ষে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

০৩. জেলার সকল প্রকার পর্যটন কেন্দ্র, বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার, সিনেমা হল, ক্লাবসমূহ এবং অন্যান্য জনসমাগমস্থল  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

০৪.মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

০৫. হাট-বাজার, বিপণী বিতান,হোটেল রেস্তোরা, শপিং মলের ক্রেতা- বিক্রেতা সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

০৬. গণপরিবহনে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

০৭.কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি বাধ্যতামূলকভাবে প্রতিপালন করতে হবে।

০৮.অপ্রয়োজনীয় ঘোরাফেরা/ আড্ডা বন্ধ করতে হবে এবং জরুরী প্রয়োজন ছাড়া রাত ১০ টার পর বাইরে বের হওয়া যাবে না।

০৯. স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে কিংবা মাস্ক ব্যতীত জনসমক্ষে বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন