মানবতাকে ঘিরে রাব্বির পথ চলা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০১৭ ১২:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রক্তের প্রয়োজনে পাশে থাকেন রাব্বি। ১৯৯৫ সালের ২৪ নভেম্বর পৃথিবীতে এসেছে ফজলে রাব্বি। আজ তার ২৩তম জন্মদিন। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। জন্মদিন উপলক্ষ্যে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রিয় লক্ষ্মীপুর জেলা’র সকল সদস্যদের পক্ষে শুভেচ্ছা জানানো হয়। ওই সংগঠনের অফিসিয়াল গ্রুপে জন্মদিন নিয়ে স্টাট্যাস দিয়েছেন কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে মানবতার সাথে থাকুন। রাব্বির উদারতায় রক্ত পাচ্ছে সমাজের অবেহেলিত মানুষ। জন্মদিনের এমন স্টাট্যাসের কমেন্টস্ বক্সে সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। রাব্বি ওই সংগঠনে দীর্ঘদিন যাবত রক্ত নিয়ে কাজ করে যাচ্ছেন। যখন কারো রক্তের প্রয়োজন এমন বার্তা তাকে জানানো হয়; নিজের কাজ রেখেই রক্তের ব্যবস্থা করে দেয় এ মানুষটি।

এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সামাজিক একাধিক সংগঠনে কাজ করেন তিনি। তার জন্মদিনে এসব সংগঠনের পক্ষে দায়িত্বশীল সংগঠকসহ সদস্যরা ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। এনিয়ে শুক্রবার রাতে তার এলাকায় বন্ধুরা কেক কেটে জন্মদিনে উৎসব করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন