‘মাদকমুক্ত আধুনিক এলাকা গড়তে আমার প্রচেষ্টা’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ৫:৩১ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: মাদকমুক্ত আধুনিক এলাকা গড়ে তোলার প্রচেষ্টায় আমি প্রার্থী হয়েছি। মাদক তরুণ সমাজকে ধ্বংশের দিকে নিয়ে যায়।আমি নির্বাচিত হলে এ নগরের পানি নিস্কাসনের জন্য উন্নত ড্রেনের ব্যবস্থা করবো। চিহ্নিত ও দৃশ্যমান যে সকল সমস্যা রয়েছে তা সমাধান করেো।

নির্বাচনীয় প্রচাণায় এসব কথা বলেন নিলুফার ইয়াসমিন ইতি। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আনারস প্রতীকে ভোট করছেন। নিলুফা যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

তিনি দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কাজকর্মেও রয়েছে তার গুরুত্বপূর্ণ ভুমিকা। ফলে এলাকাবাসীর ইচ্ছায় এবং এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে তিনি জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে পোষন করেছেন।
এলাকাকে ডিজিটাল রূপায়নে সাজাতে তার পরিকল্পনাও ব্যতিক্রম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন