মাঝে মাঝে লাগে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ মার্চ, ২০১৯ ৫:৫৭ অপরাহ্ণ

মাঝে মাঝে ঝরঝর করে চুপ করে কেঁদে দেবার জন্য একটা অন্ধকার ঘর লাগে,ভিজিয়ে ফেলার জন্য একটা বালিশ লাগে।

মাঝে মাঝে সবটুকু ক্লান্তি ঝড়িয়ে ফেলে নিশ্চিন্তে ঘুমানোর জন্য একটা কোল লাগে।

মাঝে মাঝে সবটুকু বিষণ্ণতা,সব অবসাদ, সব হতাশা উড়িয়ে দেবার জন্য একটা কাঁধ লাগে।

মাঝে মাঝে সবটুকু রাগ,সবটুকু বদমেজাজ গলিয়ে দেবার জন্য একটা মুখমন্ডল লাগে,একটা অস্তিত্ব লাগে।

মাঝে মাঝে সব ইচ্ছা গুলোকে উড়িয়ে দেবার একটা আকাশ লাগে,সব স্বপ্নগুলোকে রঙ দেবার জন্য একটা ক্যানভাস লাগে।

মাঝে মাঝে সবকিছু থেকে মুক্তি পাবার জন্য একবার মৃত্যু লাগে….

– সুমাইয়া ফারহানা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন