মহাবিপদ সংকেত উপেক্ষা করে মেঘনায় মাছ শিকারে জেলেরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মে, ২০২০ ৯:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। উত্তাল মেঘনার জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল। এর মধ্যেও মেঘনার বুকে ভাসছে জেলে নৌকা। তবে তাদের কূলে ফিরিয়ে আনতে প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী কাউকেই দেখা যায়নি।

বুধবার (২০ মে) বিকেলে জেলার কমলনগর উপজেলার মতিরহাট এলাকার মেঘনা নদীতে জেলেদের মাছ ধরতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যা পর্যন্ত নদীতেই তাদের অবস্থান ছিল।

এদিকে সন্ধ্যা থেকেই উপকূলে দমকা হাওয়া বইছে। জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

স্থানীয় জেলে আনোয়ার হোসেন, বেল্লাল আহমেদ ও রফিক মিয়া জানান, পেটের দায়ে ঝুঁকি থাকা সত্ত্বেও নদীতে যেতে হয়। আর এ রকম এত ঘূর্ণিঝড় তারা অতিক্রম করেছেন যে এটি তাদের সহ্য হয়ে গেছে। ঘরে বসে থাকলে কেউ একবারের জন্যও খোঁজ নিতে আসে না। নিজের খাবার নিজেকেই যোগাড় করতে হয়। ঝুঁকি থাকলেও করার কিছু নেই।

সূত্র জানায়, জেলায় প্রায় ৬২ হাজার জেলে রয়েছে। মার্চ-এপ্রিল দুই মাস মেঘনায় মাছ শিকার বন্ধ ছিল। এর মধ্যে অধিকাংশ জেলেই সরকারি খাদ্য সহায়তা পাননি। এ ক’দিন তারা ধারদেনা করে সংসার চালিয়েছেন।

এজন্য মৌসুম এলে শত ঝুঁকি থাকলেও মাছ শিকার বন্ধ করতে চান না তারা। অন্যদিকে এ মৌসুমে এখনো পর্যন্ত নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে বৃষ্টিতে ইলিশ বেশি পাওয়া যায়। এ কারণেই ঝুঁকি নিয়ে জেলেরা নদীতে মাছ শিকারে গেছেন।

নদী থেকে জেলেদের ফিরিয়ে আনতে কমলনগর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন