এমপি পাপুল কাণ্ডে বরখাস্ত হলেন কুয়েতি মেজর জেনারেল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ জুন, ২০২০ ১০:৩৭ অপরাহ্ণ

কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ পাপুল কাণ্ডে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে।

পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়ে কুয়েতি উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ একটি আদেশ জারি করেছেন।

আরব টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বাংলাদেশের এমপি ও কুয়েতের রেসিডেন্ট পারমিটধারী ব্যবসায়ী পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে আটক করে সেদেশের সিআইডি। আগামী ৬ জুলাই এমপি পাপুলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের বিষয়ে শুনানির কথা রয়েছে।

কুয়েত প্রবাসী সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে তিন বার জামিনের আবেদন করে ব্যর্থ হলেও পাপুলের আইনজীবীরা ৬ জুলাই আবারও তার জামিনের জন্য চেষ্টা করবেন বলে জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন