ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ শরীয়তপুরের ৩ যুবক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ মে, ২০১৯ ৩:৪৪ অপরাহ্ণ

ইতালিতে সোনার হরিণ ধরতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন শরীয়তপুরের তিন যুবক। তারা হলেন- উত্তম কুমার দাস শরীয়তপুরের নড়িয়া থানার চাকধ গ্রামের গৌতম দাসের ছেলে। একই জেলার জুম্মন হাওলাদার ও সুমন।

জানা যায়, স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমাতে যাওয়ার পথে নৌকাডুবে একে একে ৫১ বাংলাদেশি ভূমধ্যসাগরে ডুবে নিখোঁজ হন। কেউ জানে না বেঁচে আছেন না মারা গেছেন। ইউরোপে আসার রঙিন স্বপ্ন ধূলিসাৎ হয়ে নিরুদ্দেশ হন তারা।

এ ব্যাপারে নিখোঁজ উত্তম দাসের চাচাতো ভাই ইতালি প্রবাসী কমল দাস বলেন, বৃহস্পতিবার রাতে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেন উত্তম কুমার দাস। তিউনিসিয়া এসে দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রয়েছেন উত্তমসহ অন্যান্য অভিবাসী।

কমল আরও বলেন, বর্তমান তার পরিচিত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের নাম যথাক্রমে উত্তম কুমার দাস শরীয়তপুরের নড়িয়া থানার চাকধ গ্রামের গৌতম দাসের ছেলে। একই জেলার জুম্মন হাওলাদার ও সুমন।

এদিকে উত্তমের পরিবার এখনও আশা করছেন তিনি জীবিত পরিবারের কাছে ফিরে আসবেন। তার প্রতীক্ষায় প্রহর গুনছে পরিবার-পরিজন।

উল্লেখ্য, লিবিয়া থেকে ৫১ বাংলাদেশি ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে নিখোঁজ হন। এর মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনার পর থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন