ভারতে হাসপাতালে আগুন, ১৮ করোনা রোগীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ মে, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি হাসপাতালে আগুন লেগেছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

শনিবার গভীর রাতে ভারুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত চারতলা প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালটিতে শুধু করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর  ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শৈলেষ সানসিয়া জানান, শনিবার গভীর রাত ১টার দিকে হাসপাতালটির নিচ তলায় করোনা ওয়ার্ডে আগুন লাগে। তবে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, চারতলা বিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালটিতে কমপক্ষে ৫০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ১২ জন ঘটনাস্থলেই মারা যান। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ওইসব রোগীদের দেহাবশেষ বেড ও মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে গেছে। অন্য ছয়জনকে স্থানীয় অন্য একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদেরও শরীরের অধিকাংশ দগ্ধ হয়।

ভারুচ পুলিশের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা জানিয়েছেন, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন ১২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি কেউই

মতামতের জন্য সম্পাদক দায়ী নন