ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ‘২’ পরিবর্তন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে চট্টগ্রামে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ। সিরিজে এবারই প্রথম আগে ব্যাট করবে বাংলাদেশ।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ, যা নিশ্চিত করে স্বাগতিকদের সিরিজ জয়। প্রথম উইকেটে ৬ উইকেটের জেতার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ক্যারিবীয় একাদশে এসেছে দুটি পরিবর্তন। একাদশে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ, বাদ পড়েছেন রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, এনক্রুমাহ বনার, আকিল হোসেন, আলজারি জোসেফ ও কিওর্ন অটলি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন